1. admin@durontokhobor.com : admin : Md Oliullah Sarker Autol
  2. durontodesk@gmail.com : SK Md. Kamal Uddin : SK Md. Kamal Uddin
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

মসজিদে ফাতেমাতুয যাহরা (রা.) এর উদ্বোধন

শেখ মো. কামাল উদ্দিন
  • প্রকাশের সময় : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ১২৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর সদরের আড়াইবাড়ী গ্রামের জাবাইরাপাড়ার মসজিদে ফাতেমাতুয যাহরা (রা.) উদ্বোধন ২৯ জুলাই বিকাল ৫ ঘটিকায় সম্পন্ন হয়। উদ্বোধন পূর্ব আলোচনা সভায় ঐতিহ্যবাহী আড়াইবাড়ী দরবার শরিফের পীর মাওলানা গোলাম খাবীর সাঈদী’র সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন মাওলানা মিজানুর রহমান আতিকী। আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসার সাবেক প্রিন্সিপাল মরহুম গোলাম সারোয়ার সাঈদী (রহ) এর বড় সাহেবজাদা হাফেজ গোলাম সোবহানী সাঈদীর কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়৷ এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা প্রেসক্লাব সভাপতি মো. আব্দুল হান্নান, কসবা কো-অপারেটিভের সভাপতি শওকত রেজা ভূইয়া রতন। কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. শফিকুর রহমানের সঞ্চালনায় বক্তব্য পেশ করেন, আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড.সায়ীদ মুহাম্মাদ ফারুক, ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ শেখ মোহাম্মদ কামাল উদ্দিন, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার কসবা সংবাদদাতা আবুল কালাম আজাদ মাস্টারসহ এলাকার সর্বশ্রেণীর ধর্মপ্রাণ ব্যক্তিবর্গ। পরে দেশবাসী ও মসজিদ প্রতিষ্ঠায় অবদানকারী সকলের কল্যাণ ও কবরবাসীর মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাত করা হয়। মরহুম আব্দুল হাই পরিবারের ভূমি প্রধানের মাধ্যমে ও হাজী রিয়াজ উদ্দিন পরিবার এবং এলাকাবাসীর সহযোগিতায় ১০ অক্টোবর ২০২০ সালে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, মরহুম আল্লামা গোলাম সারোয়ার সাঈদী (রহ)। জাবাইরাপাড়ার কৃতি সন্তান, কুটি অটলবিহারী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা মোহাম্মদ লুৎফুল কবির ছোটনের সার্বিক তত্ত্বাবধানে ও তাঁর ভাইদের প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয়েছে উক্ত মসজিদটি। এর সিংহভাগ অর্থ দান করেছেন রাজস্ব বিভাগের সহকারী কমিশনার ইয়াসমিন আক্তার শাহনূর। ৮ শতাংশ জমি নিয়ে প্রতিষ্ঠিত এই মসজিদটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৭ লক্ষ টাকা। তন্মধ্যে প্রায় ৩৪ লক্ষ টাকা খরচ হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-d802cf3c37440ece5a0e