1. admin@durontokhobor.com : admin : Md Oliullah Sarker Autol
  2. durontodesk@gmail.com : SK Md. Kamal Uddin : SK Md. Kamal Uddin
বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৬:২১ অপরাহ্ন
অর্থনীতি, আইন-আদালত, আন্তর্জাতিক, কক্সবাজার, কিশোরগঞ্জ, কুড়িগ্রাম, কুমিল্লা, কুষ্টিয়া, খাগড়াছড়ি, খুলনা, খেলাধুলা, গাইবান্ধা, গাজীপুর, গোপালগঞ্জ, চট্টগ্রাম, চাঁদপুর, চাঁপাইনবাবগঞ্জ, চুয়াডাঙ্গা, জয়পুরহাট, জাতীয়, জামালপুর, ঝালকাঠি, ঝিনাইদহ, টাঙ্গাইল, ঠাকুরগাঁও, ঢাকা, তথ্যপ্রযুক্তি, দিনাজপুর, দুর্ঘটনা, দেশজুড়ে, ধর্ম, নওগাঁ, নড়াইল, নরসিংদী, নাটোর, নারায়নগঞ্জ, নীলফামারী, নেত্রকোনা, নোয়াখালী, পঞ্চগড়, পটুয়াখালী, পাবনা, প্রকৃতি ও পরিবেশ, প্রেস রিলিজ, ফরিদপুর, ফিচার, ফেনী, বগুড়া, বরগুনা, বরিশাল, বাগেরহাট, বান্দরবান, বিনোদন, বিশেষ সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া, ভোলা, ময়মনসিংহ, মাগুরা, মাদারীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, মেহেরপুর, মৌলভীবাজার, যশোর, রংপুর, রাঙ্গামাটি, রাজনীতি, রাজবাড়ী, রাজশাহী, লক্ষ্মীপুর, লাইফ স্টাইল, লালমনিরহাট, শরীয়তপুর, শিক্ষা, শেরপুর, সাতক্ষীরা, সাহিত্য, সিরাজগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ, স্কাউট সংবাদ, স্বাস্থ্য, হবিগঞ্জ

মিথ্যা মামলা থেকে রক্ষা পেতে কসবায় সংবাদ সম্মেলন

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধ ॥
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৩০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
কসবায় পূর্ব শত্রুতার জেরধরে সন্ত্রাসী  হামলা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানী এবং থানায় মামলা না নেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেল করেছেন ভুক্তভোগী অবসরপ্রাপ্ত সেনা সদস্য হাবিবুর রহমান মোল্লা।
গতকাল বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে কসবা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে হাবিবুর রহমান তার লিখিত বক্তব্য পাঠ করেন। গত ২৯ জানুয়ারি দুপুরে উপজেলা জেঠুয়ামুড়া গ্রামে আকিকা অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল। ওই সময় একই গ্রামের মৃত কেরামত আলীর ছেলে ও আওয়ামী লীগ গোপীনাথপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড সভাপতি মো. ফারুক মিয়া ও একই গ্রামের কোরবান আলীর ছেলে সবুজ মিয়ার নেতৃত্বে একদল সন্ত্রাসী হাবিবুর রহমান মোল্লার বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা নারীপুরুষসহ ৬জনকে মারধোর করে ও বাড়িঘর ভাংচুর, লুটপাট করে। এসময় হামলাকারীদের আঘাতে  আহত সুফিয়া বেগম (৫০), বিলকিছ বেগম (২৮), আবু-বক্কর (৩০), সোলেমান মিয়া (১৮), মোস্তাফিজ (২৮) ও হুমায়ুন মিয়া (৪২) চিকিৎসার জন্য হাসপাতালে নেয়ার পথে চাপিয়া নামক স্থানে প্রতিপক্ষরা পুনরায় তাদের উপর অতর্কিত হামলা চালায়। পরে কসবা থানা পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে কসবা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় ওইদিন থানায় অভিযোগ নিয়ে গেলে পুলিশ উপরের নির্দেশ না পেলে মামলা নিবেনা বলে হাবিবুর রহমান সংবাদ সম্মেলনে বলেন। সংবাদ সম্মেলনে নাছির মোল্লা  জানান, ফারুক, সবুজগংরা তার পরিবারের নামে থানায় ও কোর্টে ৭টি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। বর্তমানে হাবিবুর রহমানের পরিবার নিরাপত্তাহীনতায় ভোগছেন। সংবাদ সম্মেলনে মিথ্যা মামলা থেকে রেহায় পেতে হাবিবুর রহমান আইনমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। 

কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর ভুঞা জানান, বিষয়টি তার জানা নেই।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-d802cf3c37440ece5a0e