1. admin@durontokhobor.com : admin : Md Oliullah Sarker Autol
  2. durontodesk@gmail.com : SK Md. Kamal Uddin : SK Md. Kamal Uddin
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

রংপুর জেলা যুবলীগের উদ্যোগে অস্বচ্ছল ২০০ পরিবারের মাঝে গোস্ত বিতরণ

এনামুল হক, রাজারহাট (কুড়িগ্রাম)
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ১১৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফাজলে শামস পরশ, সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল এর আহবানে রংপুর জেলা যুবলীগের উদ্যোগে আজ (২৫ জুলাই ) রবিবার  ২০০ অসচ্ছল হতদরিদ্র পরিবারের মাঝে ১ কেজি করে গোস্ত রংপুর বঙ্গবন্ধু চত্বরে বিতরণ করা হয়েছে।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য রবিউল ইসলাম রেজভী, রংপুর জেলা যুবলীগের যুগ্ন -আহবায়ক লক্ষীন চন্দ্র দাস , রংপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক ও জেলা যুবলীগ সদস্য সাবেক ছাত্রনেতা ওয়াসিমুল বারী শিমু, রংপুর জেলা যুবলীগের সম্মানিত সদস্য রংপুর মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক এফবিসিসিআই সদস্য ও রংপুর জেলা দোকান মালিক সমিতির সহ-সভাপতি ডিজেল আহমেদ,রংপুর জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা তাজুল ইসলাম, রংপুর জেলা যুবলীগের সদস্য জাহিদুল ইসলাম বাবু, মুরাদুল ইসলাম মুরাদ, রাজিব হাসান সুমন, যুবনেতা ওয়াদুদ আলী, তানভীর সোহেল,রিজু, লেমন, হাসান আলী, তাওহিদ ইসলাম, শাওন সহ অন্যসব নেতৃবৃন্দগণ।
রংপুর জেলা যুবলীগের নেতাকর্মীরা জানান,করোনা মহামারীতে রংপুর জেলা যুবলীগের মানবিক কর্মসূচী অব্যাহত থাকবে।
উল্লেখ্য, কঠোর লকডাউনের তৃতীয় দিনে রংপুরের রাস্তায় অটো-রিকশার চলাচল বেড়েছে। আজ শনিবার দুপুরে নগরীর সাতমাথায় অটো চালকদের আইনশৃঙ্খলা বাহিনীর মুখোমুখি হতে হয়েছে। এছাড়াও নগরীর প্রধান প্রধান সড়কের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। তবে পাড়া মহল্লার মোড়ে অহেতুক আড্ডা ও জটলা দেখা গেছে।নগরীর সাতমাথা এলাকায় গিয়ে দেখো গেছে, লাইন ধরে অটো রিকশা দাঁড়িয়ে রয়েছে। শহরে না ঢুকলেও তারা পার্শ্ববর্তী উপজেলা বিভিন্ন স্থানে দ্বিগুন ভাড়ায় যাত্রী বহন করছে। নগরীর মর্ডান মোড়ে, মিঠাপুকুর, জায়গিরহাট, পায়রাবন্দসহ বিভিন্ন এলাকায় অটো-রিকসা চলছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-d802cf3c37440ece5a0e