আজ ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস । এবার দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে।
‘শতবর্ষে জাতির পিতা, সুবর্ণে স্বাধীনতা অভিবাসনে আনব মর্যাদা ও নৈতিকতা’ ।
সামনে রেখে রাজারহাট উপজেলায় আজ ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২১ পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে উপজেলা পরিষদের প্রধান গেট থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে উপজেলা অফিসার্স ক্লাবে এসে শেষ হয়। এরপর অফিসার্স ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিম।অন্যান্যদের মধ্যে উপজেলা ভূমি কমিশন মোছাঃ আকলিমা বেগম, উপজেলা প্রকৌশলী আবু তাহের মোঃ শফি, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা ও বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব রাজারহাট উপজেলা শাখার সভাপতি আশিকুর রহমান লিমন, সাধারণ সম্পাদক, মোঃ দুলাল মিয়া, সদস্য শরিফুল ইসলাম সজীব ,উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ সহসাংবাদিকবৃন্দ এবং স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।