কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে সার্বিক কার্যাবলি এবং চলাচলে মন্ত্রিপরিষদ বিভাগের আরোপিত বিধি-নিষেধ বাস্তবায়নে আজ ২৪ জুলাই শনিবার রাজারহাট বাজার, নাজিমখান বাজার, মিলের পাড় বাজার, বোতলার বাজার, রতিগ্রাম বাজার, ডাংরার হাট, বুড়িরহাট বাজারসহ বিভিন্নস্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৬টি মামলায় ৭হাজার ১শ টাকা জরিমানা করেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম।
এ সময় রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু সরকার উপস্থিত ছিলেন।
নির্বাহী কর্মকর্তা নূরে তাসনিম সাংবাদিকদের বলেন, এই দুই সপ্তাহের সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়ন করতে যা যা করা দরকার উপজেলা প্রশাসন তা তা’ই করে যাবে।
কোভিড ১৯ করোনাভাইরাস প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় সব ইউনিয়নের জনগণকে মাইকিং করে মাস্ক বিতরণ করে এবং যারা দরকার ছাড়া অযথা বাজারে ঘোরাফেরা করেন তাদেরকে জরিমানার আওতায় এনে সচেতন করানো হচ্ছে।
রাজারহাট উপজেলার জনগণ যেন এই করোনা মহামারীর হাত থেকে রক্ষা পায় সে চেষ্টাই করে যাচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম।