1. admin@durontokhobor.com : admin : Md Oliullah Sarker Autol
  2. durontodesk@gmail.com : SK Md. Kamal Uddin : SK Md. Kamal Uddin
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

রাজারহাটে চেয়ারম্যানের উপর ৯ ইউপি সদস্যের অনাস্থা

এনামুল হক(বিপ্লব), রাজারহাট (কুড়িগ্রাম)
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ১২০২ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান শ্রী রবীন্দ্রনাথ কর্মকারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, স্বেচ্ছাচারিতা, অনিয়ম, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগ এনে ওই ইউনিয়ন পরিষদের নির্বাচিত ৯ সদস্য অনাস্থা প্রস্তাব আনা সহ  অপসারণের দাবিতে জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছে।
অভিযোগকারী সদস্যগণ চেয়ারম্যানের বিরুদ্ধে ১৫টি অভিযোগ এনে দাবি করেছেন বর্তমান চেয়ারম্যান ৬মাস যাবত ইউনিয়ন পরিষদের সাধারণ ও বিশেষ সভা আহবান করেননি। তিনি ট্যাক্স, রেট, জন্ম নিবন্ধন ও বিভিন্ন প্রাপ্তির প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকা আত্মসাৎ করেছেন। তার বিরুদ্ধে সরকারি গাছ কর্তনের অভিযোগে মামলা রয়েছে।ঈদ উল আযহা উপলক্ষে অসহায় দুঃস্থ ধর্মপ্রাণ মুসলমানদের নামে বরাদ্দকৃত ভিজিএফ চালের (নগদ অর্থ)তালিকায় মৃত ব্যক্তি, ডাবল ব্যক্তিসহ জাল টিপ স্বাক্ষর দিয়ে চাল আত্মসাৎ এবং সনাতন ধর্মাবলম্বীদের নামও তালিকায় অন্তর্ভুক্ত করেছেন।
স্বাক্ষরকারী নির্বাচিত ইউনিয়ন পরিষদের সদস্যগণ হলেন, আফজাল হোসেন, সাদেকুর রহমান সাদেক, হারুন অর রশিদ, মহুবর রহমান, শহিদুল ইসলাম, মোর্শেদা বেগম, জাহাঙ্গীর আলম মঞ্জু, হোসনে আরা এবং আবু বক্কর সিদ্দিক।
এ ব্যাপারে ঘড়িয়ালডাঙ্গা ইউপি চেয়ারম্যানের মুঠোফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
অনাস্থা পত্র পাওয়ার কথা নিশ্চিত করে রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরে তাসনিম জানান, অভিযোগ খতিয়ে দেখতে দুই এক দিনের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম জানান, রবিবার দুপুরে জেলা প্রশাসনে এ ধরণের একটি অভিযোগ পত্র জমা দেয়া হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে যোগাযোগ সাপেক্ষে স্থানীয় সরকার আইন ও বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-d802cf3c37440ece5a0e