আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজারহাট উপজেলার নাজিম খান ইউনিয়নের চেয়ারম্যান আঃ মালেক পাটোয়ারী নয়ার নির্বাচনী মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৯ নভেম্বর রাত ৯ঃ০০ঘটিকায় নাজিম খান ইউনিয়নের হাজারো মানুষ এ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।এ সময় ইউপি চেয়ারম্যান প্রত্যাশী পদপ্রার্থী আঃ মালেক পাটোয়ারী নয়া তার বক্তব্যে বলেন, আমি দীর্ঘদিন যাবৎ নাজিম খান ইউনিয়নের সকল শ্রেণি পেশার মানুষের পাশে থেকে জনসেবা করে আসছি। তারই ধারাবাহিকতায় নাজিম খান ইউনিয়নে ২য় বারের মতো ইউপি চেয়ারম্যান হয়ে আপনাদের পাশে দাঁড়াতে চাই। তাই আগামী ২৬ শে ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আবারও চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাকে আমার যোগ্যতার উপর ভরসা রেখে আপনাদের সেবা,গরীব দুঃখী মানুষের পাশে থাকার এবং রাস্তা,কালপাট, মসজিদ, মন্দিরের উন্নয়ন মূলক কাজ গুলোকে শেষ করতে পারি সেই জন্য আবারো নৌকার মাঝি হিসাবে সিলেক্ট করেছেন,এবং আমার হাতে নৌকা মার্কা তুলে দিয়েছেন। তাই আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে এই নাজিম খান ইউনিয়ন কে একটি মড়েল ইউনিয়ন ও জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন গুলো পূরণ হবে। তাই ২য় বারের মতো আমাকে ভোট দিলে আমার সাধ্যমতো নাজিম খান ইউনিয়নের স্কুল, মাদরাসা, মসজিদ, মন্দিরে অনুদানসহ অসহায় দরিদ্র মানুষের পাশে থাকার চেষ্টা করবো।তিনি আরোও বলেন, আমি আমার নাজিম খান ইউনিয়নের সম্পর্কে অবগত আছি। যেমন জমা জমি নিয়ে সমস্যা তা আমার সাধ্য মত চেষ্টা করব তারাতাড়ি সমাধান করার জন্য, এবং মিথ্যা মামলা পুলিশ হয়রানি যাতে কেউ না হয় সেদিকেও আমি সজাগ থাকব ইনশাআল্লাহ।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, নাজিম খান ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি জনাব মোঃ আমিনুল ইসলাম আমিন, ও ইমাম আলম হিরু সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ নাজিম খান ইউনিয়ন।আরো উপস্থিত বাংলাদেশ ছাত্র-লীগ,যুব-লীগ ও নাজিম খান ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ।