রাজারহাট উপজেলায় বিনামূল্যে কোভিড-১৯ টিকা রেজিষ্ট্রেশন ক্যাম্পের উদ্ধোধন করেছেন কুড়িগ্রামের সিভিল সার্জন ডাঃ মোঃ হাবিবুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, কুড়িগ্রাম-২আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ । ২৮ জুলাই ২০২১ইং রোজ-বুধবার বিকেলে উপজেলার হরিশ্বর তালুক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিনামূল্যে কোভিড-১৯ টিকা রেজিষ্ট্রেশন ক্যাম্পের আয়োজন করেন হরিশ্বর তালুক যুব সমাজ।এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এস আই এম ও মাহবুব আল শাহেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ আকলিমা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আসাদুজ্জামান জুয়েল, রাজারহাট থানা অফিসার ইনচার্জ রাজু সরকার, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব আমজাদ হোসেন জেলা পরিষদ সদস্য মোঃ আব্দুস ছালাম ও আঃ রহিম বাদশা প্রমুখ।