1. admin@durontokhobor.com : admin : Md Oliullah Sarker Autol
  2. durontodesk@gmail.com : SK Md. Kamal Uddin : SK Md. Kamal Uddin
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:১১ অপরাহ্ন

রাজারহাটে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলা ও ভাংচুরের অভিযোগ

এনামুল হক (বিপ্লব) রাজারহাট ( কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ১২২১ বার এই সংবাদটি পড়া হয়েছে


 কুড়িগ্রামের রাজারহাটে পূর্ব শত্রুতার জের ধরে হিন্দু সম্প্রদায়ের এক বাড়িতে হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে। অভিযোগে জানা গেছে,উপজেলার ঘড়িয়াল ডাঁঙ্গা  ইউনিয়নের পশ্চিম দেবত্তর গ্রামের দশরথ চন্দ্রের পুত্র মৃণাল কান্তি দাস এর সাথে একই গ্রামের রহিম মিয়ার ব্যবসায়িক লেনদেন নিয়ে পূর্ব শত্রুতা চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার রাতে রহিম মিয়ার নির্দেশে ৬/৭ জন ব্যক্তি দেশীয় অস্ত্রস্বস্ত্রে সজ্জিত হয়ে মৃণাল কান্তির বাড়িতে গিয়ে তার এবং পরিবারের সদস্যদের উপর  হামলা ও বাড়ির আসবাবপত্র ভাংচুর করে।  এসময় আসামীরা ওই বাড়ির একটি ঘরে রক্ষিত ওয়ারড্রব থেকে ৩ভরি স্বর্নলংকার ও নগদ ৭৬ হাজার  টাকা চুরিরও অভিযোগ করা হয়েছে। এছাড়া মৃণাল কান্তির মা শান্তি রানীর শ্লীলতাহানির অভিযোগ করেছেন মৃণাল । 

এঘটনায় বুধবার বিকেলে মৃণাল কান্তি বাদী হয়ে রাজারহাট থানায় ৬জনের বিরুদ্ধে একটি অভিযোগ দাখিল করেছেন।রাজারহাট থানার ওসি তদন্ত পবিত্র কুমার রায় অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে জানান,তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-d802cf3c37440ece5a0e