চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ৬ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সাধারণ এবং সংরক্ষিত নারী ওয়ার্ডের ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১লা ফেব্রুয়ারি বিকেল ৩ঃ০০ঘটিকায় উপজেলা পরিষদ হলরুমে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। সরকারি বিধি মোতাবেক নবনির্বাচিত ৬ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য ১৮ জন ও ৫৩ টি সাধারণ ওয়ার্ডের সদস্যদের শপথ বাক্য পাঠ করান রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিম। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি,ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম সাবু,উপজেলা নির্বাচন কর্মকর্তা মনোয়ার হোসেন,রাজারহাট থানা অফিসার ইনচার্জ রাজু সরকার সহ উপস্থিত ছিলেন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ। উল্লেখ্য একই দিনে কুড়িগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোঃ রেজাউল করিম।