বৈদ্যুতের খুটি রেখে সড়কে চলছে সংস্কার এই শিরোনামে গত (২৬ জুলাই) দৈনিক — পত্রিকায় সংবাদ প্রকাশের পর টনক নড়ে কর্তৃপক্ষের। অবশেষে গত (৬ আগষ্ট) শুক্রবার সড়কের মাঝ থেকে বিদ্যুতের খুটি আপসারন করা হয়। বিদুৎতের খুটি সড়ক থেকে অপসারন করার কথা নিশ্চিত করেন উপজেলা প্রকৌশলী সাজেদুর রহমান।
উল্লেখ্য, আদমদীঘি উপজেলা এল,জি,ই,ডি অফিস সুত্রে জানাযায়, মুরইল-নশরৎপুর রাস্তা ১২ ফুট থেকে ১৮ ফুট প্রসস্ত করে ৬.৬১০ কিলোমিটার সড়কটি কাজের ৯ কোটি ৮৭ লক্ষ টাকা অর্থ ব্যায়ে এই সড়কটি সংস্কার করা হচ্ছে। সংস্কার কাজ বর্তমান ইটের খোয়া বালু ফেলে রোলার দিয়ে কাজ চলমান থাকলেও অদ্যবধি সড়কের মাঝে থাকা বিদুৎতের খুটি অপসারন করা হচ্ছে না। স্থানীয়দের এমন অভিযোগে গত (২৬ জুলাই) সোমবার দৈনিক —- পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশ হলে টনক নড়ে কর্তৃপক্ষের অবশেষে গত শুক্রবার বিদুৎ বিভাগের লোকজন সড়ক থেকে বিদুৎতের খুটি অপসারন করেন।
স্থানীয় দোকানদার সুব্রত শাহ(বাটু), ব্যবসায়ী সরোয়ার হোসেন সহ অনেকে বলেন বিদুৎতের খুটি অপসার করায় যানবাহন সহ পথচারীদের চলাচলে সুবিধা হবে।