1. admin@durontokhobor.com : admin : Md Oliullah Sarker Autol
  2. durontodesk@gmail.com : SK Md. Kamal Uddin : SK Md. Kamal Uddin
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

সান্তাহারে গলিপথে নির্মিত প্রাচীর ভেঙে দিলেন পৌর কর্তৃপক্ষ

হেদায়তুল,নয়ন(বগুড়া)আদমদীঘি প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ১২৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর শহরের বিপি স্কুল এলাকায় অনুমোদন না নিয়ে গলিপথে নির্মিত প্রাচীরটি গুঁড়িয়ে দিয়েছে পৌর কর্তৃপক্ষ। বুধবার ১১ আগস্ট দুপুরে পৌরসভার কনজারভেন্সি শাখার শ্রমিক দিয়ে ওই গলিপথের প্রাচীরটি ভেঙে দেওয়া হয়। এতে করে চলাচলের রাস্তা অবমুক্ত হয়েছে।
জানা যায়, উপজেলার সান্তাহার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বিপি স্কুলের উত্তর পাশের্ব সদর পথ সংলগ্ন ১৮ শতক জমি রয়েছে। সেই জমিতে যাওয়ার গলিপথে গত দুই বছর আগে দুই প্রতিবেশি রতন ও বাবু প্রাচীর নির্মাণ করে বন্ধ করে দেন। কিন্ত জায়গাটি পৌরসভা এলাকায় হলেও সীমানা প্রাচীর নির্মাণে পৌর কর্তৃপক্ষের কোনো রকম অনুমোদন নেওয়া হয়নি।
পৌরসভার বিধি নিষেধ উপেক্ষা করে গলিপথে প্রাচীর নির্মাণ করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় পৌর কর্তৃপক্ষ কয়েক দফায় সেটি অপসারণের জন্য অনুরোধ করলেও তারা কর্ণপাত করেন নি। এমন পরিস্থিতিতে বুধবার দুপুরে অফিস আদেশ অনুযায়ী পৌরসভার কনজারভেন্সি শাখার শ্রমিক দিয়ে ওই গলিপথের প্রাচীরটি গুঁড়িয়ে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আনহার, স্থানিয় কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম, নজরুল ইসলাম, কামরুল, আলাউদ্দীন, পৌরসভার উপ-সহকারি প্রকৌশলী (সিভিল) কামরুল ইসলাম, কার্য-সহকারি রফিকুল ইসলাম, মতিয়ার রহমান, কনজারভেন্সি ইন্সপেক্টর মাহমুদ আলী, তুহিন প্রমূখ।
সান্তাহার পৌরসভার মেয়র আলহাজ্ব তোফাজ্জল হোসেন ভুট্টু জানান, সান্তাহার পৌর এলাকায় সদর পথের পাশে গলিপথে অবৈধভাবে প্রাচীর নির্মাণ করে পথটি বন্ধ করে দেয়া হয়েছিল। সেটি অপসারনের জন্য বারবার অনুরোধ করা সত্বেও তারা খুলে না দেওয়ায় এ পদক্ষেপ নেয়া হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-d802cf3c37440ece5a0e