1. admin@durontokhobor.com : admin : Md Oliullah Sarker Autol
  2. durontodesk@gmail.com : SK Md. Kamal Uddin : SK Md. Kamal Uddin
বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৬:২১ অপরাহ্ন

সান্তাহারে ট্রেনের ধাক্কায় তিন সন্তানের জননী নিহত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৪৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে


বগুড়ার আদমদীঘির সান্তাহারে ট্রেনের ধাক্কায় তিন সন্তানের জননী শিল্পী বেগম (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সান্তাহার পৌর এলাকার ইয়ার্ড কলোনি মহল্লার শাহাবুদ্দিনের মেয়ে। মঙ্গলবার দুপুরে সান্তাহার স্টেশনের ৪ নম্বর প্লাটফর্মে এ দুর্ঘটনাটি ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার দেড় টার দিকে উপজেলার সান্তাহার জংশন স্টেশনের ৪ নম্বর প্লাটফর্মের ৩ নম্বর লাইনে বগুড়া থেকে একটি মেইল ট্রেন এসে পৌঁছায়। এসময় ওই নারী ট্রেনের সামনে দিয়ে পার হওয়ার সময় ট্রেনের সঙ্গে ধাক্কা খান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে।সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। ওই নারী স্টেশন এলাকায় ঘোরাফেরা করতো এবং তিনি মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-d802cf3c37440ece5a0e