ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্থ অসহায় ৭৫০টি পরিবারকে শেখ হাসিনার মানবিক ত্রান সহায়তা দেওয়া হয়েছে।
আজ বুধবার দুপুরে কসবা টি.আলী কলেজ মাঠে স্বাস্থ্য বিধি মন এ ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। ত্রাণ কার্যক্রম ভার্চুয়লি প্রধান অতিথি হিসেবে উদ্বাধন করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি।
ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কজি চাল, এক কেজি পেয়াঁজ, এক কেজি তেল, এক কেজি আলু, দুই কেজি আলু।
কসবা পৌরসভার মেয়র এমরান উদ্দিন জুয়েলের সভাপতিত্ব বিশষ অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদ’র চেয়ারম্যান মো. রাশেদুল কাউছার ভুইয়া জীবন, কসবা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুদ উল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, কসবা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আনিছুল হক ভুইয়া, কসবা উপজেলা আওয়ামী লীগ যুগ্ম আহবায়ক এম.জি হাক্কানী, রুহুল আমিন ভূইয়া, কসবা উপজলা ছাত্রলীগ আহবায়ক মো. আফজাল হাসন রিমন, যুগ্ম আহবায়ক কাজী মানিক, মো. আশরাফুল প্রমুখ।
আইন মন্ত্রী বলেন, করোনা কাউকে ছাড় দেয় না। যাকে সামনে পায় তাকেই আক্রমন করে। আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলবেন। প্রত্যেকটি ওয়ার্ড পর্যায় করোনার টিকার কার্যক্রম শুরু হচ্ছে। আপনারা প্রত্যেকে টিকা গ্রহণ করবেন।