মহামারী করোনার থাবায় প্রতিদিনই মারা যাচ্ছেন মানুষ। চিকিৎসা সেবা গ্রহণ করতে হিমশিম খাচ্ছে অনেকেই। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় করোনায় আক্রান্ত হেনা আক্তার (৬৫) মৃত্যুর দুই দিনের মধ্যে তাঁর স্বামী কাজী মো. মহসিন হাজীও (৭২) মারা গেছেন। শুক্রবার দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক (সিএমএইচ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। স্বামী-স্ত্রী ও তাঁদের বড় ছেলে কাজী মো. রিমন (৩৫) করোনায় আক্রান্ত ছিলেন বলে জানা গেছে। কাজী মো. মহসিন কসবা পৌরসভার শাহপুর কাজীবাড়ীর বাসিন্দা। তিনি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক এবং কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক কাজী মো. আজহারুল ইসলামের বড় ভাই। মৃত্যুবরণকারী দম্পতি ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। তাঁদের পারিবারিক সূত্রে জানা যায়, দুই সপ্তাহ আগে হেনা আক্তারের করোনা শনাক্ত হয়। একদিন পর তাঁর স্বামী ও বড় ছেলে করোনায় আক্রান্ত হন। এরপর স্বামী-স্ত্রী দুজনের শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে তাঁদের ঢাকায় সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁদের দুজনকেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)তে নেয়া হয়। এরপর গত বুধবার (৪ আগস্ট) ভোর সাড়ে ৪ টায় স্ত্রী হেনা আক্তার মারা যান। ওই দিন বিকেলে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। করোনায় মৃত্যুবরণকারী কাজী মহসিনের নামাযে জানাযা শনিবার বাদ জোহর শাহপুর কেন্দ্রীয় …