বগুড়ার আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আইপিজে পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আলহাজ্ব আনিছুর রহমান (৮৭) সকলের মায়া ত্যাগ করে চলে গেলেন না ফেরার দেশে (ইন্না…রাজিউন)। তিনি ৫আগষ্ট বৃহস্প্রতিবার দিবাগত রাত তিন ঘটিকায় হৃদক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। ১৯৭৩ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত পরপর দুই বার তিনি আদমদীঘি ইউনিয়ন পরিষদের চেয়াম্যানের দায়িত্ব পালন করেন। সে আদমদীঘি সদর ইউনিয়নের জোরপুকুরিয়া গ্রামের বাসিন্দা। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ছেলে, ১মেয়ে, নাতী-নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। গতকাল শুক্রবার বাদযোহর মরহুমের নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। গুনী এই শিক্ষানুরাগীর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন আদমদীঘি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আঃ লীগের সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু,আইপিজে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বগুড়া জেলা পরিষদের সংরক্ষিত সদস্য মনজু আরা বেগম,সদর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান সহ শিক্ষক,শিক্ষার্থী,সূধীজনরা।