কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ৭টি ইউনিয়নে এক যোগে সকাল নয়টা থেকে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত ২১ টি জায়গায় কোভিড-১৯ ভ্যাকসিন ৪হাজার ২ শ ৩০ জনকে প্রদান করেছেন। ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নে-৫৯২ জন, ছিনাই ইউনিয়নে-৬০০জন, রাজারহাট ইউনিয়নে-৬০০জন, চাকিরপশার ইউনিয়নে-৫৮৮ জন, বিদ্যানন্দ ইউনিয়নে -৫৮২ জন, উমর মজিদ ইউনিয়নে-৬০০ জন, .নাজিম খাঁন ইউনিয়নে-৬৬৮ জন।
রাজারহাট উপজেলার ৭ টি ইউনিয়নে ২১টি কেন্দ্রে পুলিশ ও আনছার বাহিনী সহযোগিতা করেছেন।
উপজেলার পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে তাসনিম কেন্দ্রগুলো পরিদর্শন করেন।
রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি, ভ্যাকসিন গ্রহন করেন এবং সকল স্থরের জনগনকে ভ্যাকসিন গ্রহন করার আহবান জানান।