1. admin@durontokhobor.com : admin : Md Oliullah Sarker Autol
  2. durontodesk@gmail.com : SK Md. Kamal Uddin : SK Md. Kamal Uddin
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় মিরপুরে গলা কেটে শিশু হত্যা : আটক ২

মোঃ কামরুজ্জামান , কুষ্টিয়া জেলা প্রতিনিধি ।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ১১৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে

কুষ্টিয়ার মিরপুরে জান্নাতুল ফেরদৌস নামের পাঁচ বছর বয়সী মেয়েশিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আটক করা হয়েছে শিশুটির ফুপা-ফুপুকে।

গত বুধবার (১১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে মশান উপজলোর শাহপাড়ার বাইপাস ক্যানেল থেকে মেয়েশিশুর গলাকাটা মরদেহটি উদ্ধার করা হয়। জানা যায় ,জান্নাতুল ওই এলাকার জাহিদুল ইসলামরে মেয়ে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, বুধবার বিকেল থেকে নিখোঁজ ছিল জান্নাতুল ফেরদৌস। অনেক খোঁজাখুঁজির পর রাত সাড়ে ৯টার দিকে মশান শাহপাড়ার বাইপাস ক্যানেল থেকে উদ্ধার করা হয় তার গলাকাটা মরদেহ ।

এ ঘটনায় ইতোমধ্যে পুলিশ জান্নাতুল ফেরদৌসের ফুফু জহুরা খাতুন ও ফুফা আনিরুল হোসেনকে আটক করেছে। এছাড়া ওসি গোলাম মোস্তফা জানান হত্যাকাণ্ডের বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

তবে জানায়, পারিবারিক বিরোধের জেরে প্রতিবেশী আপন ফুফু জহুরা খাতুন শিশুটিকে তার ঘরের মধ্যে ধারালো বঁটি দিয়ে হত্যা পর সন্ধ্যার দিকে একটি ব্যাগের মধ্যে করে মরদেহ বাড়ি থেকে এক-দেড়শো মিটার দূরে ক্যানেলের ধারে রেখে আসেন বলে জানায় নিহত ওই শিশুর প্রতিবেশী ও পুলিশের একটি সূত্র।

পুলিশ জহুরা খাতুনের ঘর থেকে ব্যাগের মধ্যে রাখা রক্তাক্ত বঁটি উদ্ধার করেছে বলে জানা গেছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-d802cf3c37440ece5a0e