1. admin@durontokhobor.com : admin : Md Oliullah Sarker Autol
  2. durontodesk@gmail.com : SK Md. Kamal Uddin : SK Md. Kamal Uddin
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

দল মত নির্বিশেষে করোনা আক্রান্ত মানুষের পাশে কসবা করোনা ভাইরাস ইমারজেন্সি সেল

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
  • ১৮২১ বার এই সংবাদটি পড়া হয়েছে

ব্রাক্ষণবাড়িয়া জেলার কসবা উপজেলায় করোনা আক্রান্তদের জীবন বাঁচাতে বিনামূল্যে অক্সিজেন সেবা চালু করেছে কসবা,করোনা ভাইরাস ইমারজেন্সি সেল নামে একটি সমাজিক সংগঠন,
এনামুল হক আপেল, ইমরান খাঁ এবং তরিকুল ইসলাম আপন এর উদ্যোগে অনলাইন ভিত্তিক গ্রুপ খোলা হয়। এই গ্রুপের আরো সদস্য আরিফ, ছুমাইয়া জাহান ভাবনা, সালাউদ্দিন, উবায়দুল, প্রত্যাশা, মোস্তাফিজ, মৌটুসী, রুবেল, কিবরিয়া, সাইম, শামিম, ইনজাম, সাইফুল অনলাইন ভিত্তিক গ্রুপটিতে প্রচারের মধ্যমে দেশ-বিদেশের পরিচিত মানুষদের সাহায্য সহযোগীতা দ্বারা সেবা কার্যক্রশ চালু করে ২৫ জুলাই থেকে এবং কসবায় দেশী-বিদেশীদের কাছ থেকে সেচ্ছায় অনুদান নিয়ে ১০ টি অক্সিজেন সিলিন্ডার এবং ৫ টি অক্সিমিটার নিয়ে বিনামূল্যে অক্সিজেন সেবার চালু করে।
এই সংগঠনের ফেসবুকে কিংবা তাদের দেয়া হটলাইনে অক্সিজেন সংকটের খবর পাওয়া মাত্র অক্সিজেন সিলিন্ডার নিয়ে পৌঁছে যাচ্ছেন হাসপাতাল কিংবা বাসা-বাড়িতে। শুধু অক্সিজেন সেবা নয়, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধসামগ্রী, মাস্ক ও খাবার বিতরণ অব্যাহত রেখেছে।
সাম্প্রতিক সময়ে কসবা উপজেলায় বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। দিন দিন রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় বর্তমানে জেলা ও উপজেলা হাসপাতালগুলোর পাশাপাশি বাড়িতেও চিকিৎসা নিচ্ছেন অনেক আক্রান্ত ব্যাক্তি।
ফলে বাড়িতে থাকা রোগীদের অবস্থা প্রায়ই মুমূর্ষু হয়ে পড়লে প্রযোজন হয় অক্সিজেনের। রোগীদের এ প্রয়োজনীয়তা মেটাতে বিনামূল্যে সেবা দেয়া ই সংগঠনটির মূল লক্ষ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-d802cf3c37440ece5a0e