১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবস। মহান স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা সর্বকালের সর্বশ্রেষ্ঠ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস। যথাযথ মর্যাদায় দিবসটি পালন উপলক্ষ্যে কুষ্টিয়া ৫ নম্বর ওয়ার্ড আয়োজিত স্বাস্থ্যবিধি মেনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগষ্টে আততায়ীদের হাতে নিহত তাঁর পরিবারের সদস্যদের বিদেহী আত্মার শান্তি এবং দেশের সমৃদ্ধি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ৫নম্বর ওয়ার্ড যুবলীগ এর সাধারণ সম্পাদক আব্দুল কাদের বাপ্পী ও ৫নম্বর ওয়ার্ড যুবলীগ সাংগঠনিক সম্পাদক সুমন আলী ও আরো অন্যনো সদস্যগণ ।