1. admin@durontokhobor.com : admin : Md Oliullah Sarker Autol
  2. durontodesk@gmail.com : SK Md. Kamal Uddin : SK Md. Kamal Uddin
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

ভেড়ামারা বিলশুকা বিলে ৫০ হাজার মাছের পোনা অবমুক্ত করলেন ইউএনও

মোঃ কামরুজ্জামান , কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ১১৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে


আজ সোমবার কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের অন্তর্গত রাজস্ব খাতের মৎস্য ক্ষেত্রের আওতাভুক্ত বিলশুকা বিলে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে দূর্গম পথ, নালা, কাদা পানি ও পিচ্ছিল পথ পায়ে হেঁটে পাড়ি দিয়ে উক্ত বিলশুকা বিলে স্বশরীরে উপস্থিত হয়ে ৫০ হাজার মাছের পোনা অবমুক্ত করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার দীনেশ সরকার।
দুপুর ০২.০০ টার সময় উক্ত অনুষ্ঠানে বৈরি ও প্রতিকুল পরিবেশে প্রধান অতিথি হিসেবে ইওএনওকে তাদের মাঝে পেয়ে আয়োজকেরা তাদের সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
২০২০-২০২১ অর্থ বছরে রাজস্ব খাতভুক্ত বিল নার্সারি কার্যক্রমের আওতায় বাস্তবায়িত ভেড়ামারা উপজেলা সিনিয়র মৎস্য অফিসার এর কার্যালয়ের উদ্যোগে আয়োজিত বিল নার্সারির পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে ভেড়ামারা উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শাম্মী শিরীন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়া বিলশুকা বিলের উক্ত অনুষ্ঠানে সহকারী মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, ফিল্ড অফিসার আসলাম হোসেন, সুমন আহামেদ, ভেড়ামারা প্রেসক্লাবের সহ-সভাপতি ওমর ফারুক, যুগ্ম সম্পাদক মনোয়ার হোসেন মারুফ, কোষাধ্যক্ষ আব্দুল আলিম, বন্ধন ধান ও মাছ চাষ সমিতির সভাপতি মোকলেছুর রহমান, সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম,
অর্থ সম্পাদক সাইফুল ইসলাম ও সদস্য লিপন প্রমুখ উপস্থিত ছিলেন।
বন্ধন সমিতি অবমুক্ত হওয়া পোনার রক্ষণাবেক্ষণ করবে। উল্লেখ্য উক্ত সমিতি দুই যুগেরও অধিক কার্যকাল অত্যন্ত সুনামের সাথে অতিবাহিত করেছে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে তারা সমৃদ্ধির পথে আরো এগিয়ে নিয়ে যেতে পারবে তাদের এলাকাকে।
 উপজেলা মৎস্য অফিস থেকে জানা গেছে এখানে আজ রুই, কাতলা ও মৃগেল মাছের প্রায় ৫০ হাজার পোনা অবমুক্ত করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-d802cf3c37440ece5a0e