বগুড়ার আদমদীঘির সান্তাহারে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হৃদয় শেখ মুন্না (৪০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মুন্না সান্তাহার পৌর শহরের কলসা মিশন স্কুল পাড়াএলাকার মৃত সিরাজ শেখের ছেলে। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টায় পৌর শহরের সান্তাহার ঝংকার ক্লাবের সামনে পাঁকা রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করা হয়।
সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয়। রোববার দুপুরে তার বিরুদ্ধে থানায় একটি মাদক আইনে মামলা দায়েরের পর জেল হাজতে পাঠানো হয়ছে।