বৃহস্পতিবার সকালে বাংলাদেশ স্কাউট কুমিল্লা অঞ্চলের সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য বিভাগের অর্থায়নে দাউদকান্দি উপজেলাধীন ইলিয়টগঞ্জ রা. বি উচ্চ বিদ্যালয় স্কাউট দলের অংশ গ্রহণে বৃক্ষ রোপন অভিযান অনুষ্ঠিত হয়েছে।
বৃক্ষ রোপন অভিযানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের এডহক কমিটির অভিভাবক সদস্য কামাল হোসেন, প্রধান শিক্ষক মোঃ সহিদুল ইসলাম, প্রভাতি শাখার সহকারী প্রধান শিক্ষক ওমর ফারুক, দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক ও আঞ্চলিক উপকমিশনার সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য মোঃ ফছিহ্ উর রহমান।
এছাড়া রোভার স্কাউট, স্কাউট, শিক্ষক, অভিভাবকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।