ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অভিযান চালিয়ে মাদক সম্রাট স্বপন মিয়া (৪০)কে গ্রেফতার করেছে কসবা থানা পুলিশ৷ গ্রেফতারকৃত স্বপন কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের গঙ্গানগর গ্রামের মো. মতি মিয়ার ছেলে।
কসবা থানা পুলিশ যানায়, আজ বুধবার (২৫ আগস্ট) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পার্শ্ববর্তি আখাউড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক সম্রাট স্বপনের বিরুদ্ধে কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি, ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানায় ২টি, ডিএমপি ঢাকার শেরেবাংলা থানায় ২টি, চকবাজার থানায় ২টিসহ মোট ৭টি মামলা রয়েছে।
কসবা থানা অফিসার ইনচার্জ মো. আলমগীর ভুইয়া জানান, বিভিন্ন থানায় এজহার ভুক্ত আসামী স্বপন দীর্ঘদিন যাবত পলাতক ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত স্বপনকে ব্রাহ্মণবাড়িয়ার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।