ব্রাহ্মণবাড়িয়ার কসবায় শনিবার (২৮ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও মৎস দপ্তরের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলমের সভাপতিত্বে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাছিবা খান, কসবা প্রেসক্লাব সভাপতি মো. আবদুল হান্নান, সাধারণ সম্পাদক মো. শাহ আলম চৌধুরী, উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত সহকারী মো. শিহাবুর রহমান ও অফিস সহকারী মো. শাহাদাত হোসেন। এসময় স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
“বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর সপ্তাহ ব্যাপী বিস্তারিত কর্মসূচী গ্রহণ করে। কর্মসূচীর মধ্যে রয়েছে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শণ, গুরুত্বপূর্ণ এলাকায় মৎস্য চাষীদের মাছচাষ বিষয়ক বিশেষ পরামর্শ ও প্রান্তিক পর্যায়ের মৎস্যচাষীদের সাথে মতবিনিময়।
মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাস্তাকে পুকুরের পাড় হিসেবে ব্যবহার করা যাবে না। ভ্রাম্যমান আদালত পরিচালনা করে রাস্তাকে পুকুরের পাড় ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। রাস্তাকে পুকুরের পাড় হিসেবে ব্যবহারের ফলে রাস্তা পুকুর গর্ভে চলে যায়। ফলে রাস্তা মেরামত বাবদ প্রতিবছরই সরকারের বিপুল পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে।