নদীতে গোসল করতে গিয়ে এক যুবকের আকস্মিত মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায় নওগাঁ বদলগাছির রিভার সিটি পার্কের সামনে ফুটবল খেলা শেষে কতিপয় যুবক তারা গোসল করতে নামে নদীতে। নদী পারপার হয় মারুফ ও সাহি। এ সময় আনুমানিক ১.৫০ মিনিটে মারুফ গিয়ে আটকে যায় কিনারে সাহি ততক্ষণে তলিয়ে যায় পানিতে। ফায়ার সার্ভিস সিরাজগঞ্জ থেকে পৌছতে না পারায় বদলগাছি উপজেলা যুবলীগের সহঃসভাপতি এস.এম. মনিরুল ইসলাম সাজু ইউনিয়ন যুবলীগ নেতা এস.এম জাহিদ, (২০১০ এস.এস.সি ব্যাচ বদলগাছি সরকারি মডেল পাইলট হাইস্কুলের), তুষার সিংহ (পাপ্পু)মশিউর রহমান, বদলগাছি থানা পুলিশ সহ এলাকাবাসীরা ৪ টি নৌকা ও১ টি স্পীড নিয়ে বোর্ড উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।