“শিক্ষক শিক্ষকের জন্য”এই শ্লোগানে বাংলাদেশ এমপিওভুক্ত
শিক্ষক অনলাইন পরিষদ (বাএমশিঅপ) রংপুর জেলা আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।১লা
সেপ্টেম্বর ২১ইং বুধবার কেন্দ্রীয় কমিটির সভাপতি আবু তালেব সোহাগ ও সাধারণ
সম্পাদক রাকিবুল হাসান স্বাক্ষরিত রংপুর জেলার বাএমশিঅপ এর ২১ সদস্য
বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষনা করা হয়।উক্ত কমিটিতে মীর
মতিউর রহমান কে আহবায়ক এবং আবুল কালাম আজাদ কে সদস্য সচিব করা
হয়েছে।এছাড়াও সায়েরা বেগম ও জিল্লুর রহমান কে যুগ্ন আহবায়ক করে অন্যান্য
কার্যকরী সদস্য হিসেবে জীম কবির, আশরাফুল ইসলাম, মাইদুল ইসলাম, নুর
আলম,আব্দুল মান্নান সরকার, মিজানুর রহমান, আলমগীর মন্ডল, হারুন অর রশিদ,
মিজানুর রহমান,আব্দুল মোতালেব, নারজিমা বেগম, সাবিয়া তাবাসিসুম, নাইমুল
ইসলাম, হাবিবা নাসরিন, কামরুল হাসান, রেজাউল হক, এনামুল হক প্রমুখের নাম
ঘোষণা করা হয়।
বাংলাদেশ
এমপিওভুক্ত শিক্ষক অনলাইন পরিষদ এক ভার্চুয়াল মিটিং এ সকল শিক্ষকের মতামতের
ভিত্তিতে এ কমিটি ঘোষনা করা হয়।আগামী ৩ (তিন) মাসের মধ্যে পুর্নাঙ্গ কমিটি
গঠন করে শিক্ষকদের যৌক্তিক দাবী আদায়ে অগ্রণী ভূমিকা পালন করবে বলে
কেন্দ্রীয় কমিটি আশাবাদ ব্যক্ত করেন,প্রয়োজনে রাজপথে নেমে হলেও শিক্ষক
সমাজের যৌক্তিক দাবী আদায়ে এই কমিটি কাজ করবেন।নব
নির্বাচিত আহবায়ক কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ বলেন আমার উপর যে গুরু
দায়িত্ব অর্পিত হয়েছে তা আমি শিক্ষক সমাজের ন্যায্য অধিকার আদায়ে সাধ্যমত
কাজ করে যাবো।