কসবা পৌরসভার তেতৈয়া নিবাসী, বীর মুক্তিযোদ্ধা, সমাজসেবক, ৫নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর জনাব মো. জসিম উদ্দিন আহমেদ (৬৬) চিকিৎসাধীন অবস্থায় ১৪ সেপ্টেম্বর ২০২১ মঙ্গলবার সকাল ১০.০০টায় ঢাকার ল্যাব এইড হাসপাতালে ইন্তিকাল করেন। ইন্না… রাজিউন। তাঁর লাশ বাড়ীতে নিয়ে এলে শোকের ছায়া নেমে আসে। মঙ্গলবার বাদ এশা কসবা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় ও নামাযে জামাযা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।