1. admin@durontokhobor.com : admin : Md Oliullah Sarker Autol
  2. durontodesk@gmail.com : SK Md. Kamal Uddin : SK Md. Kamal Uddin
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

কসবায় ভ্রাম্যমান আদালতে জেল ও জরিমানা

কসবা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২০
  • ১৪৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

কসবায় প্রবাসীর স্ত্রীকে উত্যক্ত করার দায়ে ভ্রাম্যমান আদালতে আল আমিন (৩০) নামে এক বিবাহীত যুবককে ১৫দিনের কারাদন্ড ও ৩ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত। গতক বুধবার (২৬ আগষ্ট) দুপুরে সিডিসি স্কুলের সামনে প্রকাশ্যে এ দন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) হাছিবা খান।
জানা যায়; উপজেলার কাইমপুর গ্রামের আবদুল আলীমের পুত্র আলআমিন দীর্ঘদিন যাবত একই গ্রামের এক প্রবাসীর স্ত্রীকে উত্যক্ত করে আসছিলো। পরে ওই প্রবাসীর স্ত্রী এ ব্যাপারে কসবা থানায় একটি সাধারণ ডাইরী করা হয় এবং গত মঙ্গলবার বিকেল ওই উত্যক্তকারীকে পুলিশ পৌরশহর থেকে আটক করে। গতকাল বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালতে নিকট আল্আমিন তার দোষ স্বীকার করেন। পরে ভ্রাম্যমান আদালত তাকে জেল ও জরিমানা প্রদান করেন। পুলিশ আলআমিনকে বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করে।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাছিবা খান বলেন; এক প্রবাসীর স্ত্রীকে উত্যক্ত করার দায়ে আলআমিন নামক এক যুবককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল ও জরিমানা রায় প্রদান করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-d802cf3c37440ece5a0e