1. admin@durontokhobor.com : admin : Md Oliullah Sarker Autol
  2. durontodesk@gmail.com : SK Md. Kamal Uddin : SK Md. Kamal Uddin
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

আধুনিকতার ছোয়াতে হারিয়ে গেছে বাংলাদেশের গ্রামীন খেলা ডাংগুলি।

মোঃ কামরুজ্জামান , কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ১০০২ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাংলদেশের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ডাংগুলি খেলাকে বর্তমান সমাজে আর দেখা যাই না বললেই চলে । হারিয়ে গেছে এই খেলা গুলো বর্তমান সমাজের ডিজিটাল বাবস্থাতে । আর দেখা যাই না ঐতিহ্যবাহী ডাংগুলি ।

এক সময় বাংলাদেশের শিশু থেকে যুবকের প্রিয় খেলা ছিল ডাংগুলি। ডাংগুলি খেলা গ্রামীণ খেলা গুলোর মধ্যে একটা জনপ্রিয় খেলা। অথচ সময়ের সাথে সাথে অন্যান্য গ্রামীণ খেলাধুলার পাশাপাশি ডাংগুলি খেলাটি আজ সময়ের পথপরিক্রমায় হারিয়ে গেছে।

বিগত দিনের গ্রামীণ যুবকারা যে বয়সে গ্রাম্য খেলাধুলা নিয়ে মেতে থাকত, ডিজিটাল এই যুগে এখন সে বয়সে তারা যান্ত্রিক খেলাধুলায় মেতে থাকে। আগের দিনের পাড়া মহল্লার যুবকেরা দলবেঁধে গ্রাম্য খেলা বিশেষ করে ডাংগুলি খেলায় মেতে হারিয়ে যেত তাদের আপন ভুবনে। অথচ বর্তমানে ওই বয়সের যুবকরা এখন গ্রাম্য খেলাধুলা বাদ দিয়ে কম্পিউটার গেমস, ভিডিও গেমস সহ সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক, টুইটার, ইউটুব, ইত্যাদি) নিয়ে ব্যস্ত থাকে।

দেশের বেশিরভাগ মানুষ গ্রামাঞ্চলে বাস করলেও কালের বিবর্তনে যুগের গতানুগতিক হাওয়ায় গ্রামের জনপ্রিয় খেলাগুলো আজ হারিয়ে যেতে বসেছে। কুষ্টিয়া জেলার মিরপুর থানার শিমুলিয়া গ্রামের এক বৃদ্ধ মোকসেদ প্রামানিক (৬০) জানান, আমারা যখন ষোল কি আঠারো বছর বয়সের যুবক ছিলাম তখন পাতারের গরু  চড়াতে গিতে ডাংগুলি খেলতাম। আমরা যখন খেলতাম পথিক সহ আরো গরু নিয়ে আসা অন্য বন্ধুরা বসে বসে দেখত আর আনন্দ পেত দাবী করেন মোকসেদ প্রামানিক ।
শিমুলিয়া গ্রামের আরেকজন সুমন শেখ (৩৭) প্রতিবেদককে জানান , কালের বিবর্তনে আধুনিকতার ছোয়া লাগার কারণে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ডাংগুলি খেলা আমাদের মাঝ থেকে আজ হাইরা যাবার পথে এখন আর দেখা যাই না এইখেলাকে আর কেউ উপভোগ করতে পারে না এই রোমাঞ্চকর খেলা ।

এখন কার যুবকরা তারা সারাদিন ফেজবুক, কম্পিউটার গেমস, ভিডিও গেমস সহ নানা সপ্টোওয়ার গেমস আসক্ত হয়েছে বর্তমান যুবকরা।
গ্রীমন খেলা গুলোকে বাচিয়ে রাখতে । গ্রামের তৃণমূল নেতাকর্মি ও সচেতন মহলের হস্তক্ষেপ কামনা করছেন বৃদ্ধরা। যাতে করে হারিয়ে না যায় গ্রামীণ খেলাধুলা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-d802cf3c37440ece5a0e