1. admin@durontokhobor.com : admin : Md Oliullah Sarker Autol
  2. durontodesk@gmail.com : SK Md. Kamal Uddin : SK Md. Kamal Uddin
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভায় ডিসি

মোঃ কামরুজ্জামান , কুষ্টিয়া জেলা প্রতিনিধি ।।
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
  • ১০৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

সবাইকে শিশুবিবাহ বন্ধে পদক্ষেপ গ্রহণ করতে হবে বলে জানিয়েছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। তিনি বলেন, কন্যাশিশুরা শিশুবিবাহ ও নির্যাতনের শিকার হবে এটা কোনোমতেই মেনে নেওয়া যায় না। আমরা জানি, শিশুবিবাহ অনেক সমস্যা তৈরি করে। এর ফলে একজন শিশু আরেকজন অপুষ্ট শিশুকে জন্ম দেয়। এতে অপুষ্টির দুষ্টুচক্র তৈরি হয় এবং দেশের সমৃদ্ধি বাধাগ্রস্ত হয়। এজন্য সরকারের পাশাপাশি সবাইকে শিশুবিবাহ বন্ধে পদক্ষেপ গ্রহণ করতে হবে।

কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, আগে কন্যা শিশু জন্ম দেওয়ার জন্য নারীদের অনেক নির্যাতনের শিকার হতে হত। কিন্তু সন্তান মেয়ে হবে না ছেলে হবে তা নারীর উপর নির্ভর করে না । তা নির্ভর করে পুরুষের ওপর। দৃষ্টিভঙ্গি অনেক পরিবর্তন হয়েছে। কন্যাশিশুরা শিক্ষিত হলে তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে বলেও উল্লেখ করেন তিনি।

কুষ্টিয়া জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজনে অনুষ্ঠিত উদ্বুদ্ধকরণ সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আখতার। কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জজ কোর্টের জিপি এ্যাড. আ.স.ম আখতারুজ্জামান মাসুম, জেলা শিক্ষা অফিসার জায়েদুর রহমান, কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহা. মোজাম্মেল হক, সনাক টিআইবি, কুষ্টিয়ার সভাপতি হাজী রফিকুল আলম টুকু ও কুষ্টিয়া জেলা মহিলা বিষয়ক অধিদফতর এর উপপরিচালক নূরে সফুরা ফেরদৌস। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-d802cf3c37440ece5a0e