1. admin@durontokhobor.com : admin : Md Oliullah Sarker Autol
  2. durontodesk@gmail.com : SK Md. Kamal Uddin : SK Md. Kamal Uddin
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

এখন থেকে আন্তঃনগর ট্রেন থামবে কুষ্টিয়ার মিরপুরে

মোঃ কামরুজ্জামান , কুষ্টিয়া জেলা প্রতিনিধি ।।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ১১৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

কুষ্টিয়ার মিরপুর রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবি পূরণ হতে চলেছে। দীর্ঘ অপেক্ষার পর ১৯ অক্টোবর (মঙ্গলবার) থেকে মিরপুর রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির সিদ্ধান্ত হয়েছে।
এতে করে মিরপুর রেলওয়ে স্টেশনে ঢাকা-খুলনা রুটে চলাচলকারী আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস ও খুলনা-রাজশাহী-খুলনা রুটে চলাচলকারী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির বিষয়টি নিশ্চিত হয়েছে।  
বাংলাদেশ রেলওয়ের রাজশাহী অঞ্চলের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মো. আব্দুল আওয়াল স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, মিরপুর রেলওয়ে স্টেশনে ঢাকা-খুলনা রুটে চলাচল কারী আন্তঃনগর ‘সুন্দরবন এক্সপ্রেস (৭২৬) এবং রাজশাহী-খুলনা-রাজশাহী রুটে চলাচলকারী (৭৬১/৭৬২) আন্তনগর সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন যাত্রাবিরতি করবে।

এ বিষয়ে কুষ্টিয়ার মিরপুর রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার ইসরাইল হোসেন বলেন, আমরা ট্রেনের যাত্রাবিরতি ও টিকিট ব্যবস্থাপনানহ অন্যান্য বিষয়ে প্রস্তুতি নিচ্ছি।

স্থানীয় মিরপুর উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নজরুল করিম বলেন, রেলওয়ে কর্তৃপক্ষ মিরপুরের মানুষের দাবির প্রতি সম্মান দেখিয়েছেন। এ জন্য আমরা কৃতজ্ঞ।

উল্লেখ্য, ২০১৯ সাল থেকে কুষ্টিয়ার মিরপুর রেলওয়ে স্টেশন পুনরায় চালুকরণ ও আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মিরপুর উপজেলা নাগরিক কমিটি নামে স্থানীয় একটি সংগঠন দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-d802cf3c37440ece5a0e