বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে গত বুধবার রাত ৮.১৫ টায় দেড় কেজি গাঁজাসহ দুই(০২) মাদক ব্যবসায়ীকে পুলিশ হাতে নাতে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলো, উপজেলার সান্তাহার স্টেশন কলোনীর মৃতঃ চান্দু প্রামানিকের পুত্র আব্দুর রহমান(৩৫) ও দিনাজপুর জেলার হাকিমপুরের মধ্যমবাশির দ্বিপপুর গ্রামের মৃতঃ নিয়ামত আলীর পুত্র আব্দুল মালেক (২৮)।
এস আই প্রদীপ কুমার বর্মন বলেন, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা সান্তাহার-আদমদীঘির পৌরসভাস্থ যোগীপাড়া গ্রামস্থ সাইলো রোডগামী পাকা রাস্তার উপর সি এনজি চালিত অটোরিক্সায় ফেরি করে গাঁজা বিক্রয় করছিল। গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাত ৮.১৫ টায় ওই স্থানে অভিযান চালিয়ে ওই দুই মাদক ব্যবসায়ীকে হাতে নাতে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে গত বৃহস্পতিবার আদমদীঘি থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে আদমদীঘি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামীদেরকে আজ আদালতের মাধ্যমে বগুড়া জেল-হাজতে প্রেরন করা হয়েছে।