প্রতারণা এবং জালিয়াতি মামলায় গ্রেফতার হলেন-রাজারহাট মীর ইসমাইল হোসেন ডিগ্রী কলেজের প্রভাষক দিলরুবা বেগম ঝুমা। কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদের স্বাক্ষর জাল করার কারণে একটি মামলা করা হয়। পরে উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিন নেন দিলরুবা বেগম ঝুমা। ২১.১০.২০২১ইং রোজ বৃহস্পতিবার নিম্ন আদালতে হাজিরা দিতে গেলে বিজ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। দিলরুবা বেগম ঝুমা ছিন্নমুকুল বাংলাদেশ এর সহকারী পরিচালক থাকার সুবাদে কুড়িগ্রাম-২ আসনের এমপি এবং জেলা সমাজসেবা কর্মকর্তার স্বাক্ষর জাল করেন। এরই প্রেক্ষিতে একটি মামলা রুজু করা হয়। যার জিআর-১৯৫/২১।
উল্লেখ্য, দিলরুবা বেগম ঝুমার বিরুদ্ধে বিভিন্ন পদ-পদবী ব্যবহার করে জাল-জালিয়াতির মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। এ ব্যাপারে একটি গোয়ান্দা সংস্থার কর্মকর্তার সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।