কুড়িগ্রামের রাজারহাটে শনিবার ২৩ শে অক্টোবর দুপুরে প্রাথমিক ও গনশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপি রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন ও বিদ্যানন্দ ইউনিয়নের তিস্তানদীর ভাঙন কবলিত এলাকা এবং সাম্প্রতি তিস্তায় আকস্মিক পানি বৃদ্ধির ফলে পানি বন্দী মানুষের দুঃখ দুর্দশা স্বচক্ষে দেখার জন্য আসেন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। এসময় উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পী, উপজেলা ভাইস চেয়ারম্যান আশিকুর ইসলাম সাবু, উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিম, থানা অফিসার ইনচার্জ রাজু সরকার, ঘড়িয়ালডাঙ্গা ইউপি পরিষদ চেয়ারম্যান রবীন্দ্রনাথ কর্মকার, বিদ্যানন্দ ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম,বিদ্যানন্দ ইউনিয়ন যুবলীগের সভাপতি নজরুল ইসলাম বসুনিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ। উক্ত বন্যা ও ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন শেষে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।