লালমনিরহাট হাতীবান্ধায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রির অপরাধে এক ব্যবসায়ীর জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ (২৮ অক্টোবর ) বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট উপজেলায় পারুলিয়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাতীবান্ধার ইউএনও সামিউল আমিন।
উক্ত সময়ে অতিরিক্ত দামে সার বিক্রির অপরাধে ব্যবসায়ী একরামুল হককে ৫ হাজার টাকা জরিমানা করেন। হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক সামিউল আমিন বলেন, ওই ব্যবসায়ী সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রি করছে এরকম একটি অভিযোগ করেন একজন কৃষক। অভিযোগের প্রেক্ষিতে দোকানে অভিযান চালিয়ে সত্যতা পাওয়া যায়। অভিযুক্ত ব্যবসায়ী তার দোষ স্বীকার করেন। সে কারনে ওই ব্যবসায়ী কাছে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।