আজ (২৯ অক্টোবর) শুক্রবার বিকাল ৪ টার সময় রংপুর জিলা স্কুলের ৮৬ ব্যাচের প্রাক্তন ছাত্রদের আয়োজনে প্রয়াত মোঃ সহিদুন্নবী জুয়েল এর প্রথম মৃত্যু বার্ষিকী পালনের লক্ষে দোয়া পাঠ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
রংপুর শালবন ও রংপুর জেলা স্কুল, কারমাইকেল কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, রংপুর রংপুর ক্যান্ট পাবলিক স্কুল ও কলেজের প্রাক্তন লাইব্রেরীয়ান আবু ইউনুস মোঃ সহিদুন্নবী জুয়েলকে গত বছরের এই দিনে লালমনিরহাটের বুড়িমারী বন্দরে একদল মানুষ পবিত্র কুরআন অবমাননার উস্কানিমূলক মিথ্যা অপবাদ দিয়ে বর্বরোচিতভাবে পিটিয়ে নির্মমভাবে হত্যার পরে মৃতদেহ পৈশাচিক উল্লাসে পুড়িয়ে দেয়।আজ তাঁকে হত্যার এক বছর হলেও সেই হত্যাকাণ্ডের বিচার এখনো হয়নি, দেয়া হয়নি এখন পর্যন্ত মামলার চার্জশিট। যদিও সে সময়ে সরকারিভাবে জেলা প্রশাসকের মাধ্যমে তদন্ত করে তাকে পরবর্তীতে পবিত্র কুরআন অবমাননার মিথ্যা অপবাদ থেকে মুক্তি দেন কিন্তু সেই হত্যাকাণ্ড নিয়ে দায়ের করা মামলা সি আই ডির নিকটে হস্তান্তর হলেও অগ্রগতি হচ্ছে না।
আজ তাঁর প্রথম মৃত্যু বার্ষিকীতে এই হত্যার দ্রুততম সময়ে বিচার দাবী করে রংপুর জিলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের মানব বন্ধন ও স্কুলের মসজিদে রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত সকলে বলেন বরাবরই ইসলাম সহ বিভিন্ন ধর্মের প্রতি শ্রদ্ধাশীল জুয়েলকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে। দ্রুত বিচার সম্পন্ন করে এই হত্যাকাণ্ডে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। এদিকে নিহত জুয়েলের সহধর্মিণী জেসমিন আখতার মুক্তা বিনা অপরাধে নিহত জুয়েলের হত্যার বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন ।