ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা প্রেসক্লাব সভাপতি মো. আবদুল হান্নান মাস্টার’র বড় ভাই, কসবা মুসলিমগঞ্জ নতুন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, আড়াইবাড়ী জাবারিয়া নিবাসী, হাজী আবুল কাশেম (৮৫) ১ নভেম্বর সোমবার রাত ১টায় নিজ বাড়ীতে বার্ধক্যজনিত কারণে ইন্তিকাল করেন। ইন্না লিল্লাহি … রাজিউন। সোমবার বাদ যোহর আড়াইবাড়ী দরবার শরীফ জামে মসজিদ প্রাঙ্গণে নামাযে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ ছেলে, ৩ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তাঁর মৃত্যুতে কসবা প্রেসক্লাব, চলন্তিকা ক্রীড়াচক্র, কসবা রানওয়েসহ বিভিন্ন ব্যাক্তি ও সামাজিক সংগঠন শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।