1. admin@durontokhobor.com : admin : Md Oliullah Sarker Autol
  2. durontodesk@gmail.com : SK Md. Kamal Uddin : SK Md. Kamal Uddin
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

খাড়েরায় “সবুজ সংঘ” মানবিক সংগঠনের আত্মপ্রকাশ

শেখ মো. কামাল উদ্দিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ১২৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 “সবুজ সংঘ” নামের একটি মানবিক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে ৪ নভেম্বর ২০২১ শনিবার। সংগঠনটি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের কৃতি সন্তানদের অর্থায়নে পরিচালিত হচ্ছে। “আমরা ভালবাসি মানুষকে” শ্লোগানের এ সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক আর্থ-সামাজিক সেবামূলক কর্মসূচি বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। ৪ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এটির আত্মপ্রকাশ হলো। এ উপলক্ষে ইউনিয়নের ২০ জন শারীরিক প্রতিবন্ধীকে বিশেষ মানবিক কার্ড প্রদান করা হয়েছে। এই কার্ডের মাধ্যমে নির্বাচিত প্রতিজনকে প্রতিমাসে ৫শ’ টাকা করে প্রদান করা হবে। একজন অসহায় (বিশেষ চাহিদা সম্পন্ন) ব্যক্তি প্রতি বছরে ৬ হাজার টাকা সহযোগিতা পাবেন। নির্বাচিত ব্যক্তিদের পাশাপাশি উচ্চশিক্ষায় পড়াশুনার জন্য এবার ৪ জন শিক্ষার্থীকে দেয়া হয়েছে ৪৫ হাজার টাকা। তাছাড়াও এ বছরের এসএসসি পরীক্ষার্থীকে ফরম ফিলাপের জন্য স্ব স্ব প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থ দেয়া হবে। প্রতিবছর অসহায় ও মেধাবী ১০ জন এসএসসি পরীক্ষার্থীকে ফরম ফিলাপের টাকা সবুজ সংঘ সংগঠন থেকে দেওয়া হবে। কসবা উপজেলার খাড়েরা মোহাম্মাদীয়া উচ্চ বিদ্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাড়েরা গ্রামের কৃতি সন্তান অতিরিক্ত পুলিশ সুপার ও আন্তজার্তিক যুদ্ধাপরাধী ট্রাইবুনালের সদস্য উবায়েদ উল্লাহ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের ডিন. ড. মিজানুর রহমান। অনুষ্ঠান উদ্বোধন করেন খাড়েরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. কবির আহাম্মদ খান।এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) হাছিবা খান, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক (সামাজিক নিরাপত্তা) মোস্তাফা মাহমুদ সারোয়ার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজু আহমেদ, কসবা প্রেসক্লাব সভাপতি মো. আবদুল হান্নান, খাড়েরা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শাহআলম, খাড়েরা মোহাম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারেক মাহমুদ, বড়িয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফজলুল হক, সমাজকর্মী নুরুল ইসলাম প্রমুখ।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সবুজ সংঘের সম্বনয়কারী সাংবাদিক মো. লোকমান হোসেন পলা, দৈনিক পত্রিকা প্রথম আলো কসবা প্রতিনিধি মো. সোহরাব হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আবু হামজা ও চিকিৎসক আবু হামেদ বাবু।সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী  ম্যাজিস্ট্রেট হাছিবা খান পদোন্নতিজনিত কারণে কসবা থেকে বদলী হয়েছেন। তাঁর বিদায় উপলক্ষে সবুজ সংঘের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা পূর্বক ক্রেস্ট উপহার দেয়া হয়েছে।অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, ছাত্র-ছাত্রী, ব্যবসায়ীসহ এলাকার বিশিষ্টজন উপস্থিত ছিলেন। 

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-d802cf3c37440ece5a0e