রোববার ৭ই নভেম্বর ২০২১ বিকেল ৪ঃ০০ঘটিকায় ফরকের হাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে উমরমজিদ ইউনিয়নের কৃতি সন্তান কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক জোবেদুল তালুকদারে স্বত্বাধিকারী মাহি হার্ডওয়্যারের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট এর আয়োজন করা হয়।উক্ত টুর্নামেন্টে মোট আট টি দল অংশগ্রহণ করেন।নক আউট পদ্ধতিতে প্রথম রাউন্ডের খেলা আজ সামাপ্তি হয়।আজকের খেলায় অংশ গ্রহণকারী ফরকের হাট স্পোর্টিং ক্লাব চিলমারী একাদ্বশ কে ২-১ গোলে পরাজিত করে সেমিফাইনালে খেলা নিশ্চিত করেন।আজকের খেলায় কুড়িগ্রাম সদরের রেফারি”মাইকেল”খেলা পরিচালনা করেন।খেলা শেষে ফরকের হাটের গোলরক্ষক নাহিদ কে ম্যাচ সেরা প্লেয়ার হিসেবে ম্যান অফ দ্যা ম্যাচের পুরুস্কারে ভূষিত হন।জোবেদুল তালুকদারের নেতৃত্বে খেলা পরিচালনা কমিটি সার্বিক দায়িত্ব পরিচালনা করেন।