1. admin@durontokhobor.com : admin : Md Oliullah Sarker Autol
  2. durontodesk@gmail.com : SK Md. Kamal Uddin : SK Md. Kamal Uddin
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

বাস চাপায় নিহত শিশু ও তার পরিবার। নাগেশ্বরীতে সকাল থেকে সড়ক অবরোধ।

এনামুল হক বিপ্লব রাজারহাট (কুড়িগ্রাম)
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ১১৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 কুড়িগ্রাম ভূরুঙ্গামারী মহাসড়কের রায়গঞ্জ এলাকার জুলেখা পাম্পের সন্নিকটে আলেপের তেপতি তে নৈশকোচের চাপায় পিষ্ট হয়ে একই পরিবারের তিনজন সহ চারজন নিহত। নিহত চার বছরের এক শিশু সুমাইয়া খাতুন  ও তার পিতা এবং  দাদী। গুরুতর আহত শিশুটির  মা শাহনাজ বেগম রংপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে পান্জা লড়ছেন।  গতকাল রাতে দূর্ঘটনায় চারজন নিহত হওয়ার খবরে আজ সকাল ৭ টায়   নাগেশ্বরী সড়ক অবরোধ করে রাখে  স্থানীয়রা। পরে পুলিশ এসে বিক্ষুব্ধ জনতা কে শান্ত করে যানচলাচল স্বাভাবিক করে। 
জানা যায়, গতকাল  (বৃহস্পতিবার, ১১ নভেম্বর)  দিবাগত রাত ৮ টার দিকে রায়গঞ্জ অভিমুখী  যাত্রীবাহী একটি  অটো বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী নৈশকোচ কে সাইট দিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়। এসময় যাত্রীসহ অটোটি  কোচের সামনে ছিটকে পরে ও কোচের  চাপায় পিষ্ট হয়ে মর্মান্তিক এ দূর্ঘটনা ঘটে।  
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ঘটনাস্থলের  পশ্চিম পাশে রাস্তা সংলগ্ন একটি পুকুর থাকায় রাস্তার পাশ বৃদ্ধি করার জন্য দায়িত্ব প্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রানা বিল্ডার্স এর লোকজন রাস্তার উপরে উঁচু করে অসংখ্য মাটির স্তূপ করে রাখে। ফলে চলাচলের জন্য রাস্তা সংকুচিত হয়ে যায়। দূর্ঘটনার সময় যাত্রীবাহী অটোটি নাইট কোচকে সাইট দিতে গিয়ে একটি চাকা মাটির স্তূপের  সামান্য একটু উপরে উঠে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার উপর পরে যায়।
এমতাবস্থায়  বিপরীত দিক থেকে চলে আসা দ্রুতগামী রিজভী পরিবহন নামের নৈশ কোচের সামন এবং পিছনের চাকায় পিষ্ট হয়ে দুমড়ে মুচড়ে যায় যাত্রীবাহী অটোটি। এতে অটোর চালক আঃ জলিল (৫৫) সহ যাত্রী শিশু সুমাইয়া (৪)  ঘটনাস্থলে মৃত্যু বরণ করে। তাদের মাথার মগজ রাস্তার উপরে পরে থাকতে দেখা যায়। স্থানীয়রা  গুরুতর আহত একই পরিবারের অপর তিন জনকে নাগেশ্বরী উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে অবস্থার অবনতি হলে তাদের  রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতেই মৃত্যু বরণ করেন শিশুটির পিতা শহিদুল আলম (২৭) ও দাদী  সুফিয়া খাতুন (৫৫)। গুরুতর আহত শিশু  সুমাইয়ার মা শাহনাজ বেগম (২৭) কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। 
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ  ওসি নবিউল ইসলাম দূর্ঘটনায় চারজন নিহত ও  রংপুরে একজনের চিকিৎসার বিষয়টি নিশ্চিত করে বলেন, চালক মকবুল হোসেন সহ বাসটিকে আটক করা হয়েছে। নৈশকোচের চাপায় পিষ্ট হয়ে  নিহত হওয়ার ঘটনায় স্থানীয় এলাকাবাসী  বিক্ষুব্ধ হয়ে সড়কে অবস্থান নিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ জনতা কে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেছে। রাস্তায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।  
উল্লেখ্য, স্থানীয়দের অনেকেই রাস্তার উপরে মাটি স্তূপ করে রাখার জন্য এই দূর্ঘটনার কারন বলে  উল্লেখ করছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-d802cf3c37440ece5a0e