1. admin@durontokhobor.com : admin : Md Oliullah Sarker Autol
  2. durontodesk@gmail.com : SK Md. Kamal Uddin : SK Md. Kamal Uddin
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

৩ দফা দাবিতে, কেন্দ্রীয় শহীদ মিনারে, বরগুনা জেলা শ্রমিক অধিকার পরিষদ

সিদ্দিকুর রহমান, বরগুনা
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ১৩৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

শুক্রবার বিকাল ৩ টার সময়, কেন্দ্রীয় শহীদ মিনারে  
নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধগতি ও তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে।
বাংলাদেশ গন অধিকার পরিষদের পূর্ব ঘোষিত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়, দাম কমাও, জীবন বাচাও স্লোগানকে সামনে রেখে, ৩ দফা দাবিতে বেলা ৩ টার সময় কেন্দ্রীয় শহীদ মিনারে দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ গন,ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের নেতাকর্মীরা জরো হন,, 
দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধগতি,তেলের দাম ও গণপরিবহনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত  বিক্ষোভ সমাবেশকে সফল করতে বরগুনা জেলা শ্রমিক অধিকার পরিষদের সদস্য সচিব, মোঃ ছিদ্দিকুর রহমান অপু ও যুগ্ম আহ্বায়ক মাসুদ রানার নেতৃত্বে একটি মিছিল নিয়ে সমাবেশ যোগদেন বরগুনা জেলার শ্রমিক নেতাকর্মীরা।
এসময় বরগুনা জেলা শ্রমিক অধিকার পরিষদের সদস্য সচিব, ছিদ্দিকুর রহমান অপু বলেন 
আওয়ামিলীগ  ২০১৪ সালে একটি প্রহসনের নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি স্বৈরতান্ত্র কায়েম করেছে,এক এক  সময় তারা এক এক নাটক করতেছে তারা, এখন আবার হটাৎ করে তেলের দাম লিটারে ১৫ টাকা বৃদ্ধি করে একটা পাতানো ধর্মঘট দিয়ে গণপরিবহনের ভাড়া বৃদ্ধি করে দিয়ে, জনগনকে ফকির বানানোর পায়তার করতেছে।। আমরা আমাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত ঘড়ে ফিরবো না। বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত জনতাকে সাথে নিয়ে, এই স্বৈরাচার সরকারকে প্রতিহত করবো।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ গন অধিকার পরিষদের আহ্বায়ক ডাঃ রেজা কিবরিয়া ও সদস্য সচিব, ডাকসুর সাবেক ভি.পি নরুলহক নূর শ্রমিক অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুর রহমান সাধারণ সম্পাদক সোহেল রানা ও ছাত্র, যুব শ্রমিক অধিকার পরিষদের বিভিন্ন জেলা ও মহানগরের  নেতৃবৃন্দ 
গন অধিকার পরিষদের ৩ দফা দাবি নিচে উল্লেখ্যিতঃ-১/তেল-গ্যাসের বর্ধিত দাম ও গণপরিবহনের বর্ধিত ভাড়া প্রত্যাহার করতে হবে। ২/নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য সাধারন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে।৩/ নিম্ন আয়ের মানুষের জন্য মাসিক ভিত্তিতে স্বল্পমূল্যে রেশনিং ব্যাবস্থা চালু করতে হবে। 

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-d802cf3c37440ece5a0e