ব্রাহ্মণবাড়িয়ার কসবার ইমাম প্রি-ক্যাডেট স্কুলের ২০২১ সালের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ইমাম প্রি-ক্যাডেট স্কুলের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বীরমুক্তিযোদ্ধা মো. সৈয়দ ইমামের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক মো: জয়নাল আবেদীন, পরিচালক, ইমাম প্রি-ক্যাডেট স্কুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ মো. কামাল উদ্দিন, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদ্রাসা, এবিএম আবুল হাসেম, যুগ্ম সম্পাদক, বাংলাদেশ স্কাউটস, কুমিল্লা অঞ্চল।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এ কে এম আজিজুল হক, মো. রাজিব, ফারিয়া জামান ইশা, সামিয়া, মায়মুনা, তাইফা, আফরিন। মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবদুন নূর , অনুষ্ঠানটি পরিচালনা করেন ফয়েজ মো. তারেক। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীরা সতঃস্ফুর্ত উপস্থিত ছিলেন।