বাংলাদেশ স্কাউটস, জাতীয় সদর দফতরের পরিচালনায় এবং বাংলাদেশ স্কাউটস, কুমিল্লা অঞ্চলের ব্যবস্থাপনায় বুধাবার (২৮ এপ্রিল) আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র লালমাই, কুমিল্লায় ৩০তম বেসিক আইসিটি কোর্স এর উদ্বোধন হয়েছে। ৫দিনের বেসিক আইসিটি কোর্স-এ ৩১ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছেন। কুমিল্লা অঞ্চলে ৬টি জেলার বিভিন্ন উপজেলা হতে আগত বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকগণ আইসিটির উপর এ প্রশিক্ষণ গ্রহণ করবেন। কোর্স লিডার হিসেবে রয়েছেন বাংলাদেশ স্কাউটস, কুমিল্লা অঞ্চলের উপকমিশনার (প্রশিক্ষণ) মো. মোজাম্মেল হোসেন এলটি, প্রশিক্ষক হিসেবে রয়েছেন, রহিমা আক্তার এএলটি, আঞ্চলিক উপকমিশনার (আইসিটি) মো. অলিউল্লাহ সরকার অতুল এএলটি, মো. মনিরুজ্জামান এএলটি, আবু নোমান মো. সাইফুল ইসলাম এএলটি, সুমন রঞ্জন সরকার উডব্যাজার, আবদুল্লাহ আল ফাহাদ উডব্যাজার। আগামী ১ নভেম্বর পর্যন্ত কোর্সটি চলবে।