1. admin@durontokhobor.com : admin : Md Oliullah Sarker Autol
  2. durontodesk@gmail.com : SK Md. Kamal Uddin : SK Md. Kamal Uddin
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

দু’টো কবিতা

ডা. ইসহাক বাবু
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১
  • ১৩৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে



আমার ছোট সময়ের

 স্মৃতি বলতে হাবিজাবি খেলাধুলার

পাশাপাশি ছিল রেডিওতে সংগীতমালা শোনা।

নতুন গান আসলে রেকর্ড করে শোনা।

নতুন ক্যাসেট সোহেল ভাই ও কিনতেন।

তার কাছ হতে নিয়েই

 অনেক ব্যান্ডের গান শোনতাম

বিপ্লব, জেমস, হাসান, মাকসুদ

খালিদ, পার্থের গান

আইয়ুব বাচ্চুর কিছু গান হাজারবারও 

শোনা হয়েছে। 

মাঝে মাঝে এখনও শুনি 

আর ভাবি নতুন গান শুনিনা কেন?

আসলে ওরকম গান লিখাও কম হয়

 স্ট্রেসফুল কন্ডিশন গুলোতে 

ধর্মীয় কাজের পাশাপাশি

 গান শোনা স্ট্রেস কমাতো। 

আইয়ুব বাচ্চুর ঠিকানা গানটি

রুপালি গিটার, তিনপুরুষ এখনও

সময়ে অসময়ে কানে বাজে।

🎧

এই রুপালি গিটার ফেলে

একদিন চলে যাব দূরে, বহুদূরে

সেদিন চোখের অশ্রু তুমি রেখ

গোপন করে
মনে রেখ তুমি

কত রাত, কত দি

নশুনিয়েছি গান আমি ক্লান্তিবিহীন

অধরে তোমার ফোটাতে হাসি

চলে গেছি আমি

সুর থেকে কত সুরে
এই রুপালি গিটার ফেলে

একদিন চলে যাব দূরে, বহুদূরে

সেদিন চোখের অশ্রু তুমি রেখ

গোপন করে
শুধু ভেব তুমি

অপরাধ ছিল কার

কাটিয়েছি রাত তবু নিদ্রাবিহীন

বেদনা আমার হয়েছে সাথী

চলে গেছি আমি

কোন স্মৃতিপুরে
এই রুপালি গিটার ফেলে

একদিন চলে যাব দূরে, বহুদূরে

সেদিন চোখের অশ্রু তুমি রেখ

গোপন করে


সম্পাদনায়: অধ্যাপক শেখ মো. কামাল উদ্দিন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-d802cf3c37440ece5a0e