মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা ও স্বাস্থ্য বিভাগের সহযেগিতায় বগুড়ার আদমদীঘি উপজেলার বিভিন্ন স্কুলের ১২ থেকে ১৮ বছরের শিক্ষার্থীদের প্রতিদিন প্রায় ৪ হাজার ফাইজারের টিকা দেওয়া হবে। এদিকে টিকা দিতে আসা ছাত্র ছাত্রীদের স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না । গত (১০ জানুয়ারী) সোমবার সকাল ৯ টায় আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজ মাঠে ফাইজারের টিকা প্রথম ডোজের উদ্বোধন সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহি অফিসার শ্রাবনী রায়, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু রেজা খান, জেলা পরিষদের সদস্য মুনজু আরা বেগম, উপজেলা পঃপঃ কর্মকর্তা ডাঃ মোমিনুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহাবুবুল হোসেন সহ বিভিন্ন স্কুল শিক্ষকমন্ডলী।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানাযায়, গত ১০ জানুয়ারী সোমবার উপজেলার আই,পি,জে পাইলট উচ্চ বিদ্যালয়, আদমদীঘি পাইলট বালিকা স্কুল এ্যান্ড কলেজ, সান্তাহার সরকারী হার্ভে বালিকা উচ্চ বিদ্যালয়, সান্তাহার বিপি উচ্চ বিদ্যালয়, উথরাইল উচ্চ বিদ্যালয়, সাঁওইল দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ও আদদীঘি আদমিয়া ফাজিল মাদরাসার শিক্ষার্থীদের প্রথমডোজ টিকা দেয়া হয়।
উপজেলা পঃ পঃ ডাঃ মোমিনুল ইসলাম বলেন, সকাল ৯ টা থেকে ৪ হাজার শিক্ষীদের টিকা দেয়া হবে, পর্যায়ক্রমে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ থেকে ১৮ বছরের শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে।