1. admin@durontokhobor.com : admin : Md Oliullah Sarker Autol
  2. durontodesk@gmail.com : SK Md. Kamal Uddin : SK Md. Kamal Uddin
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

সান্তাহার তহসিলদারের পদ শুন্য ভোগান্তি চরমে

আদমদীঘি বগুড়া প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২
  • ১১০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর ভুমি অফিস,ইউনিয়ন ভুমি উপ সহকারী (তহসিলদাররে) (খ) শাখার পদ শুন্য হওয়ায় দুইটি অফিসের দায়িত্ব পালন করছেন একজন উপ সহকারী (তহসিলদার) মশিউর রহমান। এদিকে জমি খাজনা খারিজ করতে এসে উপ সহকারী (তহসিলদারের) ব্যস্ততায় চরম র্দূভোগ পোহাতে হচ্ছে জমির মালিকগনের। জরুরী ভিত্তিতে সান্তাহার পৌর ভুমি অফিস (খ) শাখায় উপ সহকারী (তহসিলদার) শুন্য পদ পুরনের জন্য উদ্ধর্তন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছে এলাকীবাসী। উপজেলা ভুমি অফিস সুত্রে জানাযায়, বগুড়ার আদমদীঘির সান্তাহার ইউনিয়ন ও পৌর ভুমি অফিস (ক) ও (খ) শাখার অধিনে ২১(১৮+০৩)টি মৌজার খাজনা আদায়, নামজারী, মিসেেকসের প্রতিবেদন সহ সরকারী খাস সম্পত্তি সহ বিভিন্ন কার্যক্রম  দায়িত্ব পালন করতে হয় তহসিলদারের। গত ২০২১ সালের ৩১ আগস্ট তহসিলদার মদন মোহন সরকারের চাকুরীর বয়স শেষ হলে সে অবসরে যায় সেই থেকে বর্তমান পর্যন্ত (খ) শাখার পদ শূন্য আছে কিন্তু ভারপ্রাপ্ত হিসাবে দায়িত্ব পালন করছেন (ক) শাখার তহসিলদার মশিউর রহমান।
অফিস ও স্থানীয় সুত্রে জানাযায়,উপজেলার সান্তাহার পৌর ভুমি অফিস,ইউনিয়ন ভুমি উপ সহকারী (তহসিলদাররে)  (ক) ও (খ) শাখার দুটি ভুমি অফিসে দুইজন তহসিলদার নামজারী খাজনা আদায় সহ সকল কাজ করে আসতেন। গত ২০২১ সালের ৩১ (আগস্ট)তারিখে তহসিলদার মদন কুমারের চাকুরীর বয়স শেষ হলে সে অবসরে যান। সেই সুযোগে সান্তাহার ভুমি অফিসের  (খ ) শাখার দায়িত্ব পান তহসিলদার মশিউর রহমান । এদিকে মালশন এলাকার জৈনক ব্যক্তি বলেন, এক তহসিলদার দুই অফিসের কাজ তার  ইচ্ছায় চালাচ্ছে দেখার কেই নেই।তাছারা মোঃজামাল উদ্দিন(অফিস সহায়ক) এর কাছথেকে খাজনা দাখিলা করতে গেলে ইচ্ছেমতো টাকা নিয়ে কাজ করার অভিযোগ এসেছে।তাই জরুরী ভিত্তিতে সান্তাহার ইউনিয়ন ভুমি অফিসের খ শাখায় ইউনিয়ন ভুমি কর্মকর্তা দিয়ে স্থানীয় জমির মালিকদের ভোগান্তির হাত থেকে বাঁচাতে জোড় দাবী উদ্ধর্তন কর্তৃপক্ষের কাছে স্থানীয় জমির মালিকগনের।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-d802cf3c37440ece5a0e