কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের তেজারমোড় থেকে ঠুটাপাইকড় বাজারগামী গুরুত্বপূর্ণ একটি রাস্তা,দীর্ঘদিন প্রতীক্ষার পর সংস্কার কাজ শুরু হয়েছে। প্রায় ৫০% কার্পেটিং এর কাজ সমাপ্ত হয়েছে।
কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এর মধ্যে কিছু কিছু স্থানে নতুন কার্পেটিং উঠে যাচ্ছে। যা এলাকাবাসী এবং পথচারীদের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।এ বিষয়ে ঠিকাদার মোঃ মাসুদ রানা সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।এলাকা বাসীর জানান তারা শুধু পোড়া মবিল ব্যবহার করে এই রাস্তার অর্ধেক কাজ শেষে করেন।কিন্তু রাত্রে বৃষ্টি হলে সেই কার্পেটিং এমনিতেই উঠে যাচ্ছে।এলাকাবাসী সাংবাদিকদের বলেন,এই রাস্তা সংস্কারের জন্য কোন প্রকার ছাড় বা দুর্নীতি করতে দিয়া হবেনা।এলাকাবাসী আরো বলেন প্রয়োজনে তারা উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে এই রাস্তার কাজের জন্য লিখিত অভিযোগ দায়ের করবেন,ওসংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ ও যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ করেন এলাকাবাসী।