আজ রোববার বিকাল ০৪টার সময় নাজিম খান ইউনিয়ন পরিষদের হল রুমে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত ২ বারের সফল চেয়ারম্যান আব্দুল মালেক পাটোয়ারী নয়াকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান, ওই ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আনোয়ারুল ইসলাম। সেই সাথে, নাজিম খান ইউনিয়ন পরিষদের প্রতিটি ওয়ার্ডের মেম্বার সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যরাসহ অন্যান্য ব্যক্তিবর্গ। এসময় নির্বাচিত চেয়ারম্যান আব্দুল মালেক পাটোয়ারী নয়া সকল ইউপি সদস্যদের কে সৎ ও নিষ্ঠার সাথে কাজ করে যেতে বলেন। কোন প্রকার দুর্নীতি না হয়, সাধারণ জনগণ যেন কোন প্রকার হয়রানির শিকার না হন। ঠিক মত গরীব দুঃখী মেহনতি মানুষের মাঝে যে টুকু বরাদ্দ থাকবে সেই টুকু যেন অসহায় গরীব মানুষের মাঝে ঠিক ঠাক বিতরণ করা হয়। আঃ মালেক পাটোয়ারী নয়া আরো বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়েছি যত টুকু পারি গরীব-দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেই সাথে সাংবাদিকদের আরও বলেন, এবারে ৭নং নাজিম খান ইউনিয়নের যত কাঁচা রাস্তা আছে সমস্ত রাস্তার উন্নয়ন করা হবে। কোন প্রকার দুর্নীতি, ঘুষ, চাঁদাবাজি টেন্ডারবাজি করতে দেয়া হবে না। কোন প্রকার মিথ্যা মামলা হয়রানি শিকার করাতে দেওয়া হবে না। আমি ইউনিয়নের সকল জনগণের উদ্দেশ্যে বলি আপনাদের যেকোনো সমস্যায় আমার সাথে যোগাযোগ করবেন যতটুকু পারি সমাধান করার চেষ্টা করবো। বাল্যবিবাহ বন্ধসহ ও মাদক মুক্ত নাজিম খান ইউনিয়ন হিসেবে গড়ে তোলার আসাস দেন।