বগুড়ার আদমদীঘির সান্তাহারে ৩০০ বোতল ফেনসিডিলসহ ২জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বগুড়া সান্তাহার “খ” সার্কেলের সদস্যরা।গত মঙ্গলবার (২২ ফেব্রুয়ারী) সকাল ৯.২০ ঘটিকায় সান্তাহার পৌর শহরের পৌওতা রেলগেট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো চাঁদপুর জেলার সদর এলাকার মোসলেম ভুঁইয়ার ছেলে রানা মিয়া(৪০) ও ময়মনসিংহ জেলার ভালুকা থানার হবির বাড়ি এলাকার কসিম উদ্দিনের ছেলে মাহাবুব আলম (২৫)।
পুলিশ সূত্রে জানাযায়, নওগাঁ হতে ঢাকাগামী একতা পরিবহরের একটি বাসে (যাহার নং ঢাকা মেট্রো ব-১৫৫৩৬৫ ) ফেনসিডিল বহন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৯ টা থেকে ১০.৩০ ঘটিকা পর্যন্ত আদমদীঘি উপজেলার সান্তাহার পৌওতা রেলগেট এলাকায় বাসে অভিযান চালিয়ে একটি বাস থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা ল্যাগেজ ব্যাগ দুটি থেকে ২টি সবুজ রং এর তেলের জারিকেন উদ্ধার করা হয়। ঐ জারিকেনের ভিতরে কৌশলে ১৫০ বোতল করে ২ টি জারিকেনের ভিতর থেকে ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বগুড়া ‘খ’ সার্কেলের পরিদর্শক নাজিম উদ্দীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঐ বাসে অভিযান পরিচালনা করে সন্দেহভাজন ২ জনকে জিজ্ঞসাবাদ করলে তাদের কাছে থাকা ২টি জারিকেনের ভিতর থেকে ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।এ ব্যাপারে তাদের বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।
###